ইব্রাহিম সিকিউরিটিজ লিমিটেড এর সকল সম্মানিত বি.ও হিসাবধারী গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪ – ২০২৫ (জুলাই-জুন) অর্থ বছরের বি.ও একাউন্টের বার্ষিক মেইন্টেন্যান্স ফি আগামী ৩০ শে জুন ২০২৪ ইং তারিখের মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় কোন প্রকার ঘোষনা ছাড়াই , যে সকল বি.ও একাউন্টে শেয়ার আছে তা স্থগিত এবং শেয়ারবিহীন বি.ও একাউন্টসমূহ বন্ধ হয়ে যাবে।
অতএব, সম্মানিত বি.ও হিসাবধারকগণকে সর্বশেষ ৩০ শে জুন ২০২৪ ইং তারিখের মধ্যে বি.ও একাউন্টের মেইন্টেন্যান্স ফি পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আদেশক্রমে
জুনায়েদ ইব্রাহিম
ডিরেক্টর এবং সি.ই.ও
ইব্রাহিম সিকিউরিটিজ লিমিটেড